মঙ্গলবার মহরমের রীতি মেনে রাজ্যের বিভিন্নপ্রান্তে শোভাযাত্রায় সামিল হন ইসলাম ধর্মালম্বীরা। রীতি অনুযায়ী এক এক জায়গায় এক এক রকমভাবে পালন করা হয় মহরম। সেই রীতি অনুযায়ী পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বের হয় মহরমের শোভাযাত্রা। প্রত্যেকের হাতে থাকে চেন, যার সঙ্গে বাঁধা থাকে ছোট ছুরি। এই চেন সহ ছুরি অর্থাৎ খঞ্জর দিয়ে নিজেদের শরীরে লাগাতার আঘাত করেন যুবকেরা। তাতে ছিলেন বছর উনিশের সাহিরুল শেখ। তাঁর বাড়ি কেতুগ্রামের আনখোনা গ্রামের লেদুরিয়া পাড়ায়। কলকাতার একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন তিনি। মহরম উপলক্ষে কেতুগ্রামের বাড়িতে ফিরেছিলেন।

জানা গেছে, শোভাযাত্রা চলাকালীন রীতি মেনে সাহিরুল খঞ্জর দিয়ে নিজেকে আঘাত করছিলেন। সেই সময় আচমকা রাস্তায় লুটিয়ে পড়েন সাহিরুল। সঙ্গীরা দেখেন, খঞ্জরির ফলা ঢুকে গিয়েছে সাহিরুলের বুকে, শরীর ভেসে যাচ্ছে রক্তে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস বলেন, ‘ঘটনাটি খুব মর্মান্তিক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারালো ছুরি শরীরে ঢুকে ফুসফুস এফোড়-ওফোড় হয়ে যায়। সেই কারণেই মৃত্যু। যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

Like Us On Facebook