বীরভূমের দুবরাজপুরে তৃণমূল কংগ্রেসের যুব নেতা অর্ক পাণ্ডে গুলিবিদ্ধ হন বলে অভিযোগ। বাইকে করে গন্তব্যে পৌঁছানোর পথে দুষ্কৃতীরা গুলি ছুড়লে তাঁর বাঁ কাঁধ ও বগলে বুলেট ইনজুরি হয় বলে মিশন হাসপাতাল সূত্রে জানা গেছে। তাঁকে উদ্ধার করে তার সহকর্মীরা দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করেন বলে জানা গেছে।

মিশন হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ পার্থ পাল বলেন, ‘রোগীর কেস হিস্ট্রি নেওয়ার সময় পেশেন্ট অর্কবাবু আমাদের চিকিৎসকদের বলেন কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।’ ডা. পার্থ পাল আরও বলেন, ‘অর্কবাবুর বাঁ হাতের কাঁধ ও বগল ঘেঁষে গুলি বেরিয়ে গেছে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ক্ষত স্থানে প্রয়োজনীয় চিকিৎসা করছেন। তবে রোগী বর্তমানে ভালো আছেন।’ শনিবার অর্কবাবুকে দেখতে দুবরাজপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেশ চন্দ্র বাউরি দুর্গাপুরের মিশন হাসপাতালে আসেন। তিনি জানান, ‘দুর্ঘটনায় আহত হয়েছিলেন অর্ক পাণ্ডে। বর্তমানে অর্ক ভালো আছে।’


Like Us On Facebook