মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প আজ বিশ্বব্যাপী সমাদৃত। রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছে কন্যাশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী ছাড়াও শিক্ষা বিষয়ক প্রকল্পগুলিও আজ সকলের কাছেই সমাদৃত।

আসন্ন পৌর নির্বাচনের কথা মাথায় রেখে দুর্গাপুর তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের নেতারা এবার কন্যাশ্রী সহ শিক্ষা বিষয়ক প্রকল্পগুলি নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের প্রচারে নামাতে চলেছে। তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর শিল্পাঞ্চল সভাপতি উত্তম মুখার্জীর নেতৃত্বে শিক্ষা সেলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

খুব শীঘ্রই পুরভোটে দুর্গাপুরের অন্যান্য ইস্যুর সঙ্গে পাল্লা দিয়ে কন্যাশ্রী সহ শিক্ষা বিষয়ক প্রকল্পগুলিতে মুখ্যমন্ত্রীর সাফল্যের খতিয়ান সকলের সামনে তুলে ধরবেন তৃণমূল শিক্ষা সেলের শিক্ষক-শিক্ষিকারা। দুর্গাপুর পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত করতে রাষ্ট্রপুঞ্জ সমাদৃত কন্যাশ্রী সহ শিক্ষা বিষয়ক প্রকল্পগুলিই এবার তৃণমূলের তুরুপের তাস।

দুর্গাপুরে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে পুরভোটে প্রচারের খবর জানাজানি হতেই বিরোধীদের পক্ষ থেকে সমালোচনা শুরু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরভোটে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে প্রচারের অভিযোগ অস্বীকার করে কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রপুঞ্জে পুরস্কৃত হওয়ায় বাংলা জুড়ে উৎসবের অঙ্গ হিসাবে দুর্গাপুরেও প্রচারের কথা বলা হয়েছে বলে জানা গেছে।

Like Us On Facebook