পুরনির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন হচ্ছে। রবিবার দুর্গাপুর জেলা মহকুমা তৃণমূলের নেতৃত্ব সগড়ভাঙায় কর্মী সম্মেলন করে কর্মীদের অভাব অভিযোগ শোনেন, তারপর সগড়ভাঙা কুষ্ঠ কলোনীতে গিয়ে আবাসিকদের সঙ্গেও কথা বলেন।পুরনির্বাচনকে পাখির চোখ করেই তৃণমুল নেতৃত্ব কাযর্ত কর্মীসভার মাধ্যমেই বিভিন্ন ওয়ার্ডে প্রচার শুরু করে দিয়েছে।