আসন্ন লোকসভা নির্বাচনেকে সামনে রেখে কাঁকসা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসা অঞ্চলে পানাগড় বাজারে একটি কর্মীসভা অনুষ্ঠিত হল। এদিন এই সভায় উপস্থিত ছিলেন গলসির বিধায়ক অলোক মাঝি, তৃণমূল নেতা প্রভাত চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা সভানেত্রী মিনতি হাজরা, কাঁকসা ব্লকের মহিলা সভানেত্রী সপ্না বৈদ্য, মহিলা নেত্রী অসীমা চক্রবর্তী সহ অন্যান্যরা।

বিধায়ক অলোক মাঝি বলেন, সামনের লোকসভায় মহিলারাই প্রধান ভূমিকা পালন করবে। সব কটা ভোট তৃণমূল পাবে রাজ্যের ৪২ টা সিট তৃণমূলেরই থাকবে। মিনতি হাজরা বলেন, মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য অনেক কিছু প্রকল্প দিয়েছেন। তাঁর হাত শক্ত করতে মহিলারাই আগামী লোকসভা নির্বাচনে সবার আগে থাকবে। মহিলাদের জন্য প্রকল্পগুলি সামনে এনে প্রচারে জোর দিয়ে সংগঠন আরও মজবুত করতে হবে।


Like Us On Facebook