.

দুর্গাপুর স্টেশন বাজারের ৯৭বছরের হাটতলা সর্বজনীন মনসা পুজো এবারও মহাধুমধামে অনুষ্ঠিত হল। এই মনসা পুজো উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে দুর্গাপুজোর মতো আত্মীয় স্বজনের সমাগম হয় প্রতিবছর। তিন দিন ধরে হাটতলা উৎসবের আমেজে ভরে ওঠে। প্রথম দিন পুজোপাঠ হয়, দ্বিতীয় দিন স্থানীয় বাসিন্দাদের সকলেই একত্রিত হয়ে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। শেষ দিনে হয় কবিগান অনুষ্ঠান। এবছরও মহাসমারোহে পালিত হল হাটতলা সর্বজনীন মনসা পুজা।


Like Us On Facebook