.
বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস পালনের ডাক দিয়ে মঙ্গলবার কাঁকসার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানাগড়ের রণডিহা মোড় থেকে কাঁকসার হাটতলা পর্যন্ত একটি বিরাট মিছিল বের করা হয়। মিছিলে পা মেলান কাঁকসার মহিলা তৃণমূল কংগ্রেসের় সভানেত্রী স্বপ্না বৈদ্য, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলার কার্যকরী সভানেত্রী লক্ষী মাহাতো সহ কাঁকসার মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা। উপস্থিত ছিলেন গলসির বিধায়ক অলোক মাঝি। দুর্গাপুর ১ ও ২নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিশ্ব নারী দিবস উপলক্ষে মঙ্গলবার স্টিল টাউনশিপ ও ভিড়িঙ্গী নাচন রোড ধরে মিছিল বের হয়।
Like Us On Facebook