শিল্পাঞ্চল দুর্গাপুরে শনিবার রামনবমীর শোভাযাত্রা কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলেই রইল। শনিবার দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন রামনবমীর আখড়ার ঘোষিত শোভাযাত্রার পরিবর্তে সকাল থেকে অলি-গলিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের রামনবমীর শোভাযাত্রা বের হতে দেখা গেল। কোথাও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি আবার কোথাও দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ রাখি তেওয়ারি নেতৃত্ব দেন শোভাযাত্রার।

দুর্গাপুরের বিভিন্ন আখড়ার গুলির রামনবমীর শোভাযাত্রার পরিবর্তে এদিন শাসকদল তৃণমূল কংগ্রেসের শোভাযাত্রা প্রবল উন্মাদনায় বের হয়। শত শত শাসক দলের কর্মীরা রামনবমীর পতাকা হাতে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে শোভাযাত্রায় পা মেলান। দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ রাখি তেওয়ারির নেতৃত্ব রামনবমীর শোভাযাত্রা ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে নাচন রোডে ওঠে। এদিন পলাশডিহায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জীর নেতৃত্বে অপর একটি রামনবমীর শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় উত্তর মুখার্জী জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে মিছিলে অংশ নেন। এদিকে তৃণমূল কংগ্রেসের জয় শ্রীরাম ধ্বনি তুলে রাম নবমীর শোভাযাত্রা করা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতারা। শনিবার তৃণমূল কংগ্রেসের রাম নবমীর শোভাযাত্রা নিয়ে বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভোট বড় বালাই। তাই ভূতের মুখে রাম নাম।’

এদিকে, পালে হাওয়া টানতে ভোটের মুখে শনিবার দুর্গাপুরে রামনবমীর আখড়ায় ঘুরলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারের লাগোয়া পলাশডিহার এক রামনবমীর আখড়ায় দলীয় কর্মীদের সঙ্গী করে সোজা চলে আসেন মমতাজ সংঘমিতা। বেশ কিছুক্ষণ থাকেন ওই আখড়ায়। কচিকাঁচা ‘রাম’, ‘হনুমান’দের সঙ্গে সময় কাটান। এইভাবেই শনিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা জনসংযোগ বাড়াতে রামনবমীর আখড়ায় চলে আসেন।



Like Us On Facebook