রবিবার কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানকে কেন্দ্র করে শুরু হয় সিবিআই-পুলিশ দ্বৈরথ। তার আঁচ পৌঁছল দিল্লিতেও। সংসদে সরব বিরোধীরা। ঘটনার প্রতিবাদ রবিবার রাতেই কলকাতার মেট্র চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রতিবাদ জানাতে রবিবার রাত থেকেই পথে নামেন তৃণমূল কর্মীরা। জায়গায় জায়গায় শুরু হয় অবরোধ বিক্ষোভ।
রবিবার রাতের পর সোমবার সকাল থেকেই শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল ও নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ান তৃণমূল কর্মীরা। সোমবার অন্ডাল, পান্ডবেশ্বর, ডিএসপি গেট সহ আসানসোলের বিভিন্ন জায়গায় পথে নামেন তৃণমূল কর্মীরা। এদিন অন্ডালের ডায়মন্ড মোড় থেকে বিডিও অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিলের পর নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়। পাশাপাশি ডিএসপির মেন গেটে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়। তৃণমূল সূত্রে জানা গেছ, সোমবার বিকেলেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করা হবে বলে।