জনসংযোগ যাত্রায় নিশযাপন, ‘দিদিকে বলো’র পর এবার তৃণমূলের নতুন জনসংযোগ কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’ স্লোগানকে সামনে রেখে আসন্ন পৌরসভা নির্বাচন এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষে রাজ্য জুড়ে প্রস্ততি শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে দলের যোগাযোগ ‘পুনরুজ্জীবিত’ করার লক্ষ্যে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প গুলিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। আসন্ন পুরভোট এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসকদলের এই কর্মসূচি বলে জানা গেছে।

প্রাথমিকভাবে স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে জনসংযোগ গড়তে ‘জলযোগে যোগাযোগ’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃবৃন্দ এই কর্মসূচি রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে দুর্গাপুরেও শুরু করেছে। বৃহস্পতিবার দুর্গাপুরে সিটি সেন্টারের সিটি রেসিডেন্সি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি উপস্থিত সাংবাদিকদের সামনে পাণ্ডবেশ্বরে গত পাঁচ বছরে তৃণমূল সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পের সাফল্য তুলে ধরেন। একই সঙ্গে যেসব জনকল্যাণ মূলক প্রকল্পগুলি রূপায়িত হতে চলেছে তার উপরও বক্তব্য রাখেন। জিতেন্দ্র তেওয়ারি এদিন উপস্থিত সাংবাদিকদের কাছে পাণ্ডবেশ্বর সহ দুর্গাপুরের উন্নয়নের জন্য আর কি কি করা প্রয়োজন সেই বিষয়ে পরামর্শও চান। কার্যত খোলামেলা এক আলোচনা চক্রে পরিণত হয় এদিনের জলযোগে যোগাযোগ কর্মসূচি। ঘরোয়া পরিবেশে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের খোলামেলা আলাপচারিতায় এদিন যেমন বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প গুলি নিয়ে আলোচনা হয়, তেমনই নানান বাধা সরিয়ে স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধান সূত্রও বের হয় এদিন।

Like Us On Facebook