অ‍্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে তৃণমূল কংগ্রেসের ধর্না ১৩ দিনে পড়ল। ১৪ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারের এএসপি কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এএসপি কারখানা গেটের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা টানা ধর্না চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দুর্গাপুর রেলস্টেশনে সোমবার রেল রোকো কর্মসূচি পালন করে শাসক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার ফের কেন্দ্রীয় সরকারের সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের গেটের সামনে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসনের নেতৃত্বে দলীয় কর্মীরা এএসপি কারখানা বিলগ্নিকরণের বিরুদ্ধে এবং কারখানা পুর্নজীবনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। তৃণমূল কংগ্রেসের জেলার শীর্ষ নেতৃত্ব সকলেই এএসপি, ডিএসপি কারখানা, থার্মাল পাওয়ার সহ দুর্গাপুর বাঁচানোর জন্য সমস্ত ধরণের আন্দোলনের ডাক দেন।

Like Us On Facebook