নোট বাতিলকাণ্ডে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলাজুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। ৯-১১ জানুয়ারি চলবে এই অবস্থান বিক্ষোভ। দুর্গাপুরের মহকুমাশসক কার্যালয়ের সামনে দুর্গাপুর মহকুমা শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম মুখার্জীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে সোমবার। এই বিক্ষোভ মঞ্চে দুর্গাপুর শিল্পাঞ্চলের তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের পাশাপাশি দলীয় কর্মীরাও সামিল হয়েছেন।