দুর্গাপুর শিল্পাঞ্চলে সংগঠনকে ঢেলে সাজাতে শনিবার তৃণমূল কংগ্রেসের ১ নং ব্লক কমিটি ভেঙে দিল নেতৃত্ব। শনিবার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের এক সাংগঠনিক সভায় দলের সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ১ নং ব্লক কমিটি ভাঙার সিদ্ধান্ত গৃহীত হয়। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তিওয়ারি এদিন এক সাংবাদিক সম্মেলনে করে দুর্গাপুরের ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ভাঙার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

জিতেনবাবু এদিন বলেন, ‘ঠিক কি কারণে দুর্গাপুরের ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হল তা দলের অভ্যন্তরীণ বিষয়। তাই সেই বিষয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে আমি কিছু বলতে চাই না। আমরা পরবর্তী সময়ে ফের বৈঠক করে ১ নং ব্লকের নতুন কমিটি গঠন করব।’ জিতেন্দ্র তিওয়ারি এদিন ঘোষণা করেন, আপাতত দুর্গাপুর পুরসভার কাউন্সিলর রাজীব ঘোষ ও তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা জয়ন্ত রক্ষিত যুগ্ম আহ্বায়ক হিসেবে ১ নং ব্লকে দল পরিচালনা করবেন। তাছাড়া ওই ব্লকে পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন দলের আর এক প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণেন্দু আচার্য। আর রাজীব শ্যামকে দুর্গাপুর ক্লাব সমন্বয় সমিতির দায়িত্ব দেওয়া হল।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook