করোনা আক্রান্ত হলেন পশ্চিম বর্ধমান জেলার খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ তথা দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সুজিত মুখার্জী। জানা গেছে, বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সনাকা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও মৃণাল কান্তি বাকচি বলেন, ‘সুজিতবাবুর সংস্পর্শে যারা এসেছেন তাঁদের সোয়াব টেস্ট করা হবে। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তিনি অনেকের সংস্পর্শে এসেছেন। পুলিশ সেই সব মানুষের তালিকা তৈরি করেছে, তাঁদের সোয়াব টেস্ট করা হবে।’ তিনি আরও বলেন, ‘সুজিতবাবু আমাদের বিডিও কার্যালয়েও এসেছেন তাই বিডিও কার্যালয়ের কয়েকজনেরও সোয়াব টেস্ট করা হবে।’
জানা গেছে, কয়েকদিন আগে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত মুখার্জীর জ্বর হয়। এরপরেই সুজিত মুখার্জী স্বপরিবারে লাউদোহা স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে সোয়াব টেস্ট করান। সুজিতবাবুর সেই রিপোর্ট বুধবার রাতে পজিটিভ আসায় বৃহস্পতিবার সকালে তাঁকে সনাকা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুরের লাউদোহা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনপ্রিয় এই তৃণমূল কংগ্রেস নেতা বহু জনহিতকর কাজে বহু মানুষের সংস্পর্শে এসেছেন এই কয়েকদিনের মধ্যে। সুজিতবাবুর করোনা আক্রান্তের খবর পাওয়া মাত্র সকলেই বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ স্থানীয় মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্য দফতরের দেওয়া স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেছে।