তৃণমূলের জনসংযোগ কর্মসূচি ‘দিদিকে বলো’র প্রচার শুরু হল দুর্গাপুরে। বুধবার দুর্গাপুরের ৪ নং বরো এলাকায় বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্থানীয় এসবি মোড় এলাকায় ‘দিদিকে বলো’র টোল ফ্রি নম্বর ও ওয়েব সাইট অ্যাড্রেস সম্বলিত কার্ড বিলি করা হয়। বিভিন্ন যানবাহনে যাতায়াত করা মানুষজনকে এবং পথ চলতি মানুষদের সেই কার্ড বিলি করেন বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সঙ্গে মুখ্যমন্ত্রীকে কিভাবে নিজেদের অভাব অভিযোগ বা কোন মতামত জানাতে হবে তাও বোঝান বরো চেয়ারম্যান। বুধবার এইভাবে পথচলতি মানুষদের মধ্যে ‘দিদিকে বলো’র টোল ফ্রি নম্বর সম্বলিত কার্ড বিতরণে ব্যাপক সাড়া মেলে বলে দাবি দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যাপাধ্যায়ের।
অন্যদিকে, এদিন দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদদের নিয়ে বিশ্বনাথ পাড়িয়াল ‘দিদিকে বলো’র আ্যপস, ওয়েবসাইট ও টোল ফ্রি নম্বর প্রচারের কর্মসূচি বিস্তারিত জানান। তাছাড়া বুধবার পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি লাউদোহার সরপি মোড়ে জনসংযোগ কর্মসূচি ‘দিদিকে বলো’র আ্যপস, ওয়েব সাইট ও টোল ফ্রি নম্বর সম্বলিত কার্ড বিতরণ করেন পথ চলতি মানুষজনকে।