কেন্দ্রের মোদী সরকারের কৃষক বিরোধী নীতির প্রতিবাদে দুর্গাপুর-ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেতমজুর সংগঠনের কর্মীরা সোমবার স্থানীয় বিডিও অফিসে বিক্ষোভ দেখান। কেবলমাত্র দুর্গাপুর-ফরিদপুর ব্লকেই নয় এদিন রাজ্যের সর্বত্র তৃণমূল কৃষক সংগঠনের কর্মীরা কেন্দ্রের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন।
কিষান ক্ষেতমজুর সংগঠনের নেতা উজ্জ্বল নায়েক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে কৃষকদের উন্নয়নে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচন মিটতেই কার্যত উল্টো কাজটি করলেন নরেন্দ্র মোদী। প্রতিশ্রুতি রাখলেন না। কৃষকেরা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। স্বভাবতই প্রতিশ্রুতি ভঙ্গকারী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা পথে নেমেছি।
Like Us On Facebook