.
আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সঙ্গে সঙ্গে দুর্গাপুর পূর্ব, দূর্গাপুর পশ্চিম এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হল। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে প্রদীপ মজুমদারকে ফের প্রার্থী করা হল। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে গতবারের বিজয়ী প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালকে প্রার্থী করা হয়েছে। আর পাণ্ডবেশ্বরে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্থানীয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস কর্মীরা একজোট হয়ে প্রাথীদের জন্য প্রচারে নেমে পড়ে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নরেন চক্রবর্তীদের নিয়ে উচ্ছাস শুরু করে দেন কর্মীরা। পাশাপাশি প্রার্থীর নাম ঘোষণা হতেই তৃণমূল কর্মীরা প্রার্থীর নামে দেওয়াল লিখন শুরু করে দেয়।