দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের নঈম নগরে সোমবার রাতে জনতার দরবার হল। তৃণমূল কংগ্রেসের দুর্গাপুরের শিল্পাঞ্চল সভাপতি উত্তম মুখার্জী ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি সোমবার রাতে নঈম নগরে মানুষের বিভিন্ন অসুবিধার কথা শোনেন। স্থানীয় কাউন্সিলর রাখি তেওয়ারিও জনতার দরবারে উপস্থিত ছিলেন। স্থানীয় মানুষ তাদের বিভিন্ন অসুবিধাগুলি নেতাদের কাছে তুলে ধরেন। তৃণমূলের জেলার দুই শীর্ষ নেতা সব শুনে মানুষকে সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন। এদিন একই ভাবে চন্ডীদাস এলাকায় রাতে জনতার দরবারে মানুষ তাদের সমস্যা গুলি তুলে ধরেন।
Like Us On Facebook