ত্রিপুরা জয়ের পর বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে রবিবার দুর্গাপুরের ট্রাঙ্ক রোড সংলগ্ন এসবিএসটিসি গ্যারেজের পিছনে দুর্গাপুরের ২১ নং ওয়ার্ডের অন্তর্গত ক্ষুদিরাম মাঠের কাছে মিছিল এলে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা মিছিলের পথ আটকায় বলে অভিযোগ। এরপরেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরমধ্যেই শাসক দলের দলীয় কর্মীরা লাঠি সোটা হাতে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের ব্যাপক মারধোর করে বলে অভিযোগ। জানা গেছে, এই মারধরের ঘটনায় বিজেপির পশ্চিম বর্ধমান জেলার গ্রামীণের সভাপতি মনোহর কোনার, সুদীপ্ত গুঁই, প্রজাপতি বাউরি সহ বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মী আহত হন।
বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, তৃণমূল কংগ্রেসের় মিছিল থাকায় আমরা পুলিশের সঙ্গে কথা বলে বিকেল পাঁচটায় বিজয় মিছিল বের করেছিলাম। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভুঁইয়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের় কর্মীরা লাঠি সোটা নিয়ে আমাদের শান্তিপূর্ণ বিজয় মিছিলের উপর হামলা চালালো। এতে বিজেপির অনেক কর্মী আহত হন। লক্ষণ ঘড়ুই আরও বলেন, ত্রিপুরায় বিজেপির জয়জয়কার দেখে রাজ্যের শাসক দল পালা বদলের আতঙ্কে আতঙ্কিত হয়ে আমাদের বিজয় মিছিলের উপর হামলা চালালো। আসছে নির্বাচনে বিজেপির বাংলা জয় নিশ্চিত তাই তৃণমূল কংগ্রেস নেতারা এখন দিশাহারা হয়ে পড়েছে। এদিকে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভুঁই বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই আমাদের কর্মীরা বিজয় মিছিল বের করতে বারণ করে। এতেই বিজেপি কর্মীরা আমাদের কর্মীদের উপর চড়াও হয়। দুর্গাপুর থানার পুলিশ খবর পেয়ে অবস্থা সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করে।