১ নভেম্বর দুর্গাপুরের সগড়ভাঙায় রাজ্য বিজেপির বড় জনসভা। এই সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য নেতা মুকুল রায় ও জয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার কথা। মঞ্চ বাঁধার কাজ চলছে। সভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এমন সময় ১ নভেম্বরের সভাকে ঘিরে শাসক-বিজেপির মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, ‘আজ সকালে কোক ওভেন থানার পুলিশ এসে স্থানীয় মানুষের অভিযোগের অজুহাতে মঞ্চ বাঁধার কাজ বন্ধ করে দেয়।’
বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের দাবি, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দুর্গাপুরে বিজেপির ১ নভেম্বরের সভাকে ভয় পেয়ে সভা বন্ধ করে দিতে স্থানীয় বাসিন্দাদের অসুবিধার মিথ্যা অভিযোগে তুলে কোকওভেন থানায় অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। অপর দিকে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপির এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অপপ্রচারের অভিযোগ করেছে। ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায় বলেন, ‘এই ধরণের অপপ্রচার করে এলাকায় বিজেপি কর্মীরা বিশৃঙ্খলা করতে চাইছে। এলাকায় বিশৃঙ্খলা করতে আমরা কোন ভাবেই দেব না। আমরা রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে লড়াই করব।’
লক্ষণ ঘড়ুই বলেন, ‘আমরা মাঠের ট্রাস্টি বোর্ডের কাছে ফিস জমা দিয়ে মাঠের সভার জন্য প্রয়োজনীয় অনুমতি নিয়েছি। পুলিশ পারমিশনও নিয়েছি। প্রয়োজনীয় সমস্ত অনুমোদন থাকা সত্বেও কিভাবে পুলিশ মঞ্চ বাঁধার কাজ বন্ধ করতে বলল এটাই রহস্য।’ লক্ষণ ঘড়ুইয়ের হুমকি, যা হবার হবে আমরা সর্বশক্তি দিয়ে মঞ্চ বাঁধার কাজ করব। এবং ১ নভেম্বর বিজেপির এই জনসভা কেউ রুখতে পারবে না।’