করোনা আবহে একের পর এক সরকারি সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্ত এবং বিশ্ব ব্যাপি পেট্রোল-ডিজেলের দাম যখন তলানিতে ঠেকেছে ঠিক তখন ভারতে রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি করা হচ্ছে।লক ডাউনের মানুষ চরম আর্থিক অনটনে রয়েছে আর উপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সোমবার থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
সোমবার থেকে দুর্গাপুরেও বিভিন্ন ওয়ার্ডে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিটিং মিছিল প্রতিবাদ সভা চলছে। বুধবার দুর্গাপুর পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রাখি তেওয়ারির নেতৃত্বে এক অবস্থান বিক্ষোভ হয়। এই অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে স্থানীয় মানুষও সামিল হন। দুর্গাপুর পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ রাখি তেওয়ারি বলেন, ‘কেন্দ্রীয় সরকার এই করোনা পরিবেশে যেভাবে অমানবিক ভাবে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটিয়ে চলেছে সঙ্গে সঙ্গে এক এক করে সব সরকারি সংস্থার বেসরকারিকরণ করছে। তারই প্রতিবাদে আমরা এই বিক্ষোভে সামিল হয়েছি। মানুষ এই সময় চরম দুর্ভোগে পড়েছেন আর এই সময় কেন্দ্রীয় সরকার একের পর এক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে।’