কর্মী নিয়োগকে কেন্দ্র করে অসন্তোষের জেরে দুর্গাপুরে সিটি সেন্টারের ফেজ ২ পলাশডিহার দিশা আই হাসপাতালে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকার ছেলে-মেয়েদের চাকরির দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভে সামিল হলেন। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্থানীয় ৩২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি শুভঙ্কর পান্ডা।
শুভঙ্কর পান্ডার অভিযোগ, দিশা আই হাসপাতালটি দুর্গাপুর পুরসভার ৩২ নং ওয়ার্ডের অন্তর্গত। কিন্তু দিশা হাসপাতাল কর্তৃপক্ষ গত প্রায় দশ বছর ধরে স্থানীয় বেকার যুবক-যুবতীদের চাকরিতে নিয়োগ না করে বাইরে থেকে কর্মী নিয়োগ করছে। স্থানীয় যোগ্য চাকরি প্রার্থীদেরও অযোগ্য তকমা দিয়ে ইচ্ছাকৃত ভাবে বাদ দিয়ে সেই জায়গায় বহিরাগতদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে। শুভঙ্কর পান্ডা বলেন, ‘অনেক অনুরোধ করেছি, আবেদন-নিবেদন পর্ব শেষ করে এবার আমরা আমাদের ওয়ার্ডের বেকার ছেলে-মেয়েদের বেঁচে থাকার তাগিদে আজ রাস্তায় নেমে দিশা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছি।’ শুভঙ্কর পান্ডা আরও বলেন, ‘অবিলম্বে আমাদের স্থানীয় বেকার ছেলে-মেয়েদের স্থায়ী চাকরি দিতে হবে, না হলে হাসপাতালের সামনে আমি আমরণ অনশনে বসব।’
এদিকে দিশা হাসপাতালের দুর্গাপুর শাখার ব্রাঞ্চ ইনচার্জ কৌশিক মন্ডল শুভঙ্কর পান্ডার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অর্থের বিনিময়ে দিশা হাসপাতালে কোন কর্মী নিয়োগ হয়না। কর্মী নিয়োগের বিষয়টি সম্পূর্ণভাবে দিশা হাসপাতালের ব্যারেকপুরের প্রধান কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়।’ কৌশিকবাবু আরও বলেন, ‘এখনও পর্যন্ত হাসপাতালে প্রায় ৩২ জন গ্রুপ-ডি স্টাফ নেওয়া হয়েছে। ৩২ নং ওয়ার্ডের অন্তর্গত পলাশডিহা ও পিয়ালা এলাকা থেকেই বেশিরভাগ কর্মী নিয়োগ করা হয়েছে। স্বাভাবিক ভাবেই ৩২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর পান্ডার অভিযোগ সঠিক নয়।’