শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলায় কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু হল ৪ জনের। একইসঙ্গে এদিন জায়গায় জায়গায় গাছ পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, এদিনের কালবৈশাখীর ঝড়ে মঙ্গলকোটের বক্সীনগরে বজ্রাঘাতে কবির মণ্ডল (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। অন্যদিকে জানা গেছে, গলসীর পুরষার বাসিন্দা রঞ্জিত রুইদাস (২৮)-এর মৃত্যু হয়েছে। এদিন বিকালে মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়েছে। এছাড়াও আউশগ্রাম থানার বেরেণ্ডা গ্রাম পঞ্চায়েতের বেলুটি গ্রামের বাসিন্দা বনমালী বাউড়ি (৫৭) গরু চড়ানোর সময় বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়েছে এবং পূর্বস্থলী দফরপোতা গ্রামের বাসিন্দা সুর্বনা কালিন্দীও (৩৯) বজ্রাঘাতে মারা যান।
পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি এদিন পশ্চিম বর্ধমান জেলাতেও ৩ জনের মৃত্যু হয়েছে। সালানপুরের খুদিকা গ্রামে ঝড় বৃষ্টির সময় একটি ঝুপড়িতে বাজ পড়ে শঙ্কর চৌধুরি (১৪) ও সালাউদ্দিন আনসারি (৩৭) নামে দুজনের মৃত্যু হয় এবং বিনয় কুমার নামে এক যুবক আহত হয়। জামুড়িয়ার হিজলগড়া গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয় সেখ আমিনুদ্দিনের (৩৫)।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রথম বর্ধমানে কালবৈশাখীর ঝড়ে তাণ্ডব শুরু হয়। শনিবার বিকালে ব্যাপক এই তাণ্ডবে জেলার বিভিন্ন প্রান্ত বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে রয়েছে বলে এদিন সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় গাছ পড়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্নও হয়ে যায়।