শুক্রবার দুপুরে বর্ধমান শহরের খাঁপুকুর পূর্ব পাড়ায় নির্মীয়মাণ একটি বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক রাজমিস্ত্রীর। মৃতের নাম মেঘনাদ নাথ (৩৫)। বাড়ি বর্ধমানের কাণ্টিয়া গ্রামে। এলাকার তৃণমূল নেতা তথা বর্ধমান ১নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অনুপ কুমার মণ্ডল জানিয়েছেন, এই বাড়িটি তৈরির ক্ষেত্রে আইন মানা হয়নি। কারণ বাড়ির ওপর দিয়ে গেছে বিদ্যুতের হাইটেনশন লাইন। এমতবস্থায় কিভাবে বাড়ির মালিক দোতলা করার অনুমোদন পেলেন তা রীতিমত রহস্যজনক। তিনি জানিয়েছেন, এদিন ওই দোতলায় কাজ করার সময় হাইটেনশন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই রাজমিস্ত্রীর। এই ঘটনায় পুলিশ ওই বাড়ির গৃহকত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Like Us On Facebook