.

ট্রাক হাইজ্যাকের ঘটনায় চালক সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ১২ জুলাই রাতে পূর্ব বর্ধমানের রায়নার সেহারা বাজার থেকে খড়্গপুরের একটি ৬ চাকার খালি ট্রাক হাইজ্যাক হয়ে যায়। ট্রাকের চালক সবুজ মালিক ১৩ জুলাই বিকেলে রায়না থানায় ট্রাক চুরির অভিযোগ জানায়। পুলিশ তদন্তে নেমে সিসিটিভির ফুটেজকে হাতিয়ার করে সাফল্য পায়। পাশাপাশি পুলিশ গোপন সূত্রে জানতে পারে হাইজ্যাক হওয়া ট্রাকটি ২ নম্বর জাতীয় সড়কের পাশে শক্তিগড়ে রাখা আছে। পুলিশ ট্রাকটিকে উদ্ধার করলেও দেখা যায় ট্রাকের টায়ার সহ বেশ কিছু জিনিস উধাও। চালক সবুজ মালিকের গতিবিধি ও আচার আচরণে সন্দেহ হওয়ায় তাঁকে প্রথমে আটক করে রায়না থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁরই দুই বন্ধু সৌরভ সাহা ও মুন্না বাগকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তিন জনেরই বাড়ি রায়নার বেঁন্দুয়া গ্রামে। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook