ববিতা, তন্নু ও পূজা

সমাজের পিছিয়ে পড়া অস্বচ্ছল পরিবারের মেয়েরাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুযায়ী এবার উল্লেখযোগ্য নম্বর পেয়ে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল।তিন তনয়াই হিন্দি স্কুলের ছাত্রী।

দুর্গাপুরের নেতাজি হিন্দি হাই স্কুলের ছাত্রী ববিতা কুমারী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭২ নম্বর পেয়েছে। ববিতা বাণিজ্য বিভাগের ছাত্রী। সে ভবিষ্যতে চাটার্ড অ‍্যাকাউন্টেন্ট হতে চায়। ববিতা স্টিল টাউনশিপ বি-জোনের বাসিন্দা। ববিতার বাবা সুধীর কুমার ঠাকুর বেসরকারি নিরাপত্তা কর্মী। বেনাচিতি ভারতী হিন্দি হাইস্কুলের বাণিজ্য বিভাগের ছাত্রী তন্নু কুমারী সাউ পেয়েছে ৪৫৭ নম্বর। তন্নুর বাবা মনোজ সাউ বেনাচিতি বাজারের একজন সবজি বিক্রেতা। তন্নুও ভবিষ্যতে একজন সফল চ‍্যাটার্ড আকাউন্টেন্ট হতে চায়।

ববিতা ও তন্নুর মতো পানাগড়ের পূজা আগরওয়ালও অস্বচ্ছল পরিবারের এক মেয়ে। বাবা ছ’বছর আগে মারা গেছেন। বাবার অবর্তমানে মা গিরিজা আগরওয়াল মেয়েকে অতিকষ্টে মানুষ করেন। গিরিজা আগরওয়াল পানাগড় লালবাবাডাঙা এসএসকে স্কুলের শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। সামান্য বেতনের উপর নির্ভর করেই মেয়ে পূজাকে পড়াশোনা শেখান। পূজা পানাগড় হিন্দি হাইস্কুলের কলা বিভাগের ছাত্রী। পূজার প্রাপ্ত নম্বর ৪৫২। পূজা পলিটিক‍্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে আগ্রহী। আগামী দিনে পূজা পাবলিক সার্ভিস পরীক্ষায় বসে আইএএস অফিসার হবার স্বপ্ন দেখে।

Like Us On Facebook