বৃহন্নলাদের উৎপাতে অতিষ্ঠ গাড়ি-চালকরা। ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজায় একদল বৃহন্নলার উৎপাতে চালকরা আতঙ্কিত। সন্ধ্যা নামতেই বৃহন্নলারা রঙীন পোশাকে সুসজ্জিত হয়ে টোল প্লাজার কাউন্টারের কাছে দাঁড়িয়ে পড়েন। অভিযোগ, চালকরা টোল দিতে থামলেই পড়তে হচ্ছে বৃহন্নলাদের খপ্পরে।

চালকদের অভিযোগ, দাবি মত টাকা না পেলেই কপালে জুটছে অশ্লীল গালিগালাজ ও কুরুচিকর শারিরীক অঙ্গভঙ্গি। অনেকে সহ‍্য করতে না পেরে ঝামেলায় জড়িয়ে পড়ছেন আবার অনেকে বিষয়টিকে মজার ছলেও নিয়ে নিচ্ছেন। কিন্তু সকলের মনে এখন সন্ধ্যায় বাঁশকোপা টোল প্লাজা পার হতে গেলেই একরাশ আতঙ্ক গ্রাস করছে। অথচ বিষয়টি না জানার কথা জানান টোল প্লাজা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পেরে সংবাদ মাধ্যমের কর্মীরা বৃহন্নলাদের ‘উৎপাত’-এর ছবি তুলতে গেলে কয়েক দিন আগে একদল বৃহন্নলা জোট বেঁধে সংবাদ মাধ্যমের কর্মীদের উপর চড়াও হয়। তাঁদের দাবি, বর্ধমান থেকে টোল প্লাজায় ভিক্ষা করার অনুমতি নিয়ে এসেছেন তাঁরা। কিন্তু পথচলতি মানুষকে কুরুচিকর অঙ্গভঙ্গি কেন করছেন সেই বিষয়ে প্রশ্ন করলে চম্পট দেন বৃহন্নলার দল। স্থানীয় মানুষের দাবি, এইসব বৃহন্নলারুপী অনেকই আসলে বৃহন্নলা কি না সন্দেহ রয়েছে।


Like Us On Facebook