.
চুরি যাওয়া বাইক উদ্ধার করল ফরিদপুর থানার পুলিশ। জানা গেছে, গত মাসের ১৩ তারিখ লাউদোহার ফরিদপুর থানার অন্তর্গত ঝাঁঝরা কলোনি এলাকা থেকে WB 40V 9543 নাম্বারের একটা বাইক চুরি যায়। বাইকটির মালিক বাদল টুডু বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন লাউদোহার ফরিদপুর থানায়। এরপরেই তৎপর হয় ফরিদপুর থানার পুলিশ এবং বাইকটির অনুসন্ধান শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে ফরিদপুর থানার পুলিশ বীরভূমের কাঁকরতলা থানার বহরা গ্রামের শেখ জামাল নামে এক ব্যক্তির বাড়ি থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়। আজ তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
Like Us On Facebook