.

পূর্ব বর্ধমান থেকে চুরি যাওয়া তিনটি মোটর ভ্যান উদ্ধার হলো কাঁকসা থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, কিছু দিন আগে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থেকে কয়েকটি মোটর ভ্যান চুরি যায়। চুরি যাওয়া মোটর ভ্যানের মালিকরা জামালপুর থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ তদন্তে নেমে এক যুবককে আটক করে। সেই সূত্র ধরে কাঁকসায় চুরি যাওয়া মোটর ভ্যানের সন্ধ্যান পায় পুলিশ। এরপর শনিবার জামালপুর থানার পুলিশ ও কাঁকসা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কাঁকসা থেকে ৩টি চুরি যাওয়া মোটর ভ্যান উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাঁকসার এক যুবককেও আটক করা হয়। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

Like Us On Facebook