দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সরোজিনী নাইডু পথে পরপর দুটি বাড়িতে জানলার গ্রিল কেটে বাড়িতে ঢুকে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল সোমবার সকালে। জানা গেছে, একটি বাড়িতে বাড়ির লোকজন না থাকলেও অপর বাড়িটিতে বাড়ির মালিক থাকা সত্ত্বেও চোরের দল গ্রিল কেটে বাড়িতে ঢুকে বাড়ির জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এই ঘটনার আতঙ্কিত হয়ে পড়েছেন বাড়ির মালিক অসীম রায়।
অসীম রায় বলেন, ‘আমি ৩০ বছর ধরে সরোজিনী নাইডু পথে এই বাড়িতে বসবাস করছি। অন্যান্য জায়গায় চুরির খবর আগে শুনতাম কিন্তু এবার আমার উপস্থিতিতেই বাড়ির জানলার গ্রিল কেটে চোরের দল বাড়ির জিনিসপত্র নিয়ে চম্পট দিল।’ একই ভাবে অসীমবাবুর পাশের বাড়ির মালিক অমল মজুমদারের বাড়িতে অমলবাবুর অনুপস্থিতির সুযোগে রবিবার রাতে জানলার গ্রিল কেটে চোরের দল বাড়িতে ঢুকে চুরি করে চম্পট দেয় বলে অভিযোগ। খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।