.
বাড়ির মালিকদের অনুপস্থিতির সুযোগে বৃহস্পতিবার রাতে পান্ডবেশ্বরের এরিয়া মোড়ে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় মানুষ চুরির ঘটনা জানতে পেরে বাড়ির মালিকদের ও স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, একটি বাড়ির আলমারি ভেঙে চোরের দল দশ ভরি সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে। বাকিদের কারও নগদ দশ হাজার টাকা কারও কিছু জিনিসপত্র চুরি গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার পুলিশের নজরদারি বাড়ানোর দাবি করেন স্থানীয় মানুষ। একটি বাড়ির কর্ত্রী রেখা সিং বলেন, ‘বৃহস্পতিবার আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম। শুক্রবার সকালে খবর পাই বাড়িতে চুরি হয়ে গেছে। আমার বাড়ির কোন জিনিসপত্র নেয়নি শুধু আলমারি ভেঙে দশ ভরি সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।’ আমার সর্বনাশ হয়ে গেল বলে কান্নায় ভেঙে পড়েন রেখাদেবী।