.

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মন্দিরে চুরির ঘটনা ঘটল। দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে বিগ্রহের সোনার গয়না সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস নিয়ে পালালো। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অধীন বিধাননগর ফাঁড়ির কাছে ডিডিএ মার্কেটের সামনে রয়েছে একটি মন্দির। সোমবার সকালে মন্দির খুলতে গিয়ে সেবাইতরা দেখতে পান মন্দিরের ভিতরে তছনচ অবস্থায় পড়ে রয়েছে সবকিছু, এরপর ভিতরে ঢুকে তাঁরা দেখেন বিগ্রহের সোনার জিহ্বা, গলার হার সহ সমস্ত কিছু নিয়ে পালিয়েছে, দানবাক্স থেকেও নগদ টাকা পয়সা নিয়ে পালিয়েছে দুষ্কৃতী দল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু শহর দুর্গাপুরের অভিজাত এলাকা বলে পরিচিত বিধাননগর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। থানা থেকে ঢিল ছোড়া দুরুত্বে এরকম চুরির ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook