.
দুর্গাপুরের বেনাচিতি বাজারে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় সোমবার সকালে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। দোকানের মালিক মঞ্জু বালার দাবি, দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকার মোবাইল চুরি গেছে। মঞ্জু বালা বলেন, ‘রবিবার রাতে দোকান বন্ধের সময় দোকানের কর্মীরা দোকানের সিসি ক্যামেরা ভুল করে বন্ধ করে দিয়ে যায়। তাই দুষ্কৃতীদের চুরি করার চিত্র পাওয়া যায় নি।’ জানা গেছে, রবিবার রাতে চোরের দল মোবাইলের দোকানের শাটার ভেঙে ঢুকে দোকানের সমস্ত মোবাইল নিয়ে চম্পট দেয়। দোকানের সিসি ক্যামেরা ভেঙে দিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে কেন দোকানের কর্মচারীরা দোকান বন্ধের সময় দোকানের সিসি ক্যামেরা ভুল করে বন্ধ করে দিল আর সেদিনই দোকানে চুরির ঘটনা ঘটল, এই বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে।