দুর্গাপুরের ফুলঝোড়ে মনসা মন্দিরের তালা ভেঙে সোমবার রাতে দুষ্কৃতীদের দল মন্দিরে লুটপাট চালিয়ে প্রায় ১২ ভরি সোনা-রুপোর গয়না সহ প্রণামী বাক্স ভেঙে নগদ সব টাকা লুট করে নিয়ে যায়।

জানা গেছে, মন্দিরের পাশের ঘরে স্টোর রুম ও মন্দিরের সেবায়েতের এক তলার ঘরে তিন কলেজ পড়ুয়া ভাড়া থাকে। তারা বাড়ি গেছে। তাদের রুম গুলিতেও লুটপাট চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। কয়েকদিন আগেই মনসা মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠান হয়। গয়নাগাটি ছাড়াও প্রচুর নগদ টাকা প্রণামি বাক্সে পড়ে ওই সময়। স্বভাবতই নগদ টাকা ও অলঙ্কার মিলিয়ে মোটা টাকা মূল্যের জিনিস পত্র লুটপাট হয়েছে। নগদ টাকা ও গয়নাগাটি মিলিয়ে লুট হওয়া জিনিসপত্রের সঠিক মূল্য এখনই বলতেও পারছেন না মন্দিরের সেবায়েত ধনঞ্জয় মল্লিক ও তাঁর স্ত্রী দিপালী মল্লিক। প্রায় চল্লিশ বছরের পুরানো মন্দিরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এনটিএস থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Like Us On Facebook