পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এবার চুরির ঘটনা ঘটল দুর্গাপুরে। দুর্গাপুরের প্রান্তিকা পুলিশ ফাঁড়ির ঠিক পাশেই একটি লটারির দোকানে শনিবার রাতে দোকানের টিনের ছাদ কেটে দোকানে প্রায় সাড়ে ছয় লাখ টাকা মূল্যের লটারি টিকিট ও নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল রবিবার সকালে।

রবিবার সকালে লটারির পাশের দোকানের মালিক ঘটনাটি দেখে খবর দিলে লটারির দোকানের মালিক ছুটে এসে পুলিশে খবর দেয়। ফাঁড়ির কাছে দোকানে চুরির ঘটনা ঘটলেও পুলিশ বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছনোয় লটারির দোকানের মালিক সঞ্জয় জয়সোয়াল পুলিশের উপর ক্ষোভ উগরে দিয়ে দুর্গাপুরের সম্প্রতি বিভিন্ন লটারির দোকানে চুরির ঘটনা তুলে ধরে শীঘ্রই চুরির কিনারা করার দাবি জানান। লটারির দোকানের মালিক সঞ্জয় জয়সোয়াল বলেন, সম্প্রতি দুর্গাপুরে বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে। প্রত‍্যেকটি চুরির ঘটনায় একে অপরের সঙ্গে যথেষ্ট মিল রয়েছে। অথচ পুলিশ চোর ধরতে পারছে না। প্রান্তিকা পুলিশ ফাঁড়ির পাশে আমার লটারির দোকানে চুরি হল। ব্যবসায়িক নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির তদন্তে নেমেছে। ঘটনাস্থলে টিন কাটার কিছু যন্ত্রপাতি পাওয়া গেছে বলে জানা গেছে।


Like Us On Facebook