কয়েক বছরের ব্যবধানে পরপর তিন বার চুরি হল একই মন্দিরে। চুরি রুখতে মন্দিরে পাঁচিল দেওয়া হয়। নৈশপ্রহরী রাখা হয়। কিন্ত সবকিছু ব্যর্থ করে দুর্গাপুরের স্টিল টাউনশিপের সেপকো টাউনশিপে কালী মন্দিরে শুক্রবার রাতে ফের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় মানুষজন জানান, এবার চোরের দল মন্দিরের পাঁচিল টপকে মন্দিরের গেটের তালা ভেঙে মন্দিরে মায়ের গহনা, প্রণামী বাক্স নিয়ে চম্পট দেয়। মন্দির কমিটির সদস্য পার্থসারথি রায় দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। পার্থসারথিবাবু বলেন, ‘মনে হচ্ছে বহিরাগত দুষ্কৃতীদের হাত রয়েছে এই ঘটনায়। সেপকো টাউনশিপ জুড়ে বিভিন্ন নির্মাণ কাজ চলছে। সেইসব জায়গায় বহিরাগত মিস্ত্রীরা কাজ করছে। আমাদের সন্দেহ তাঁদের দিকেই। পুরো ঘটনার রহস্য উন্মোচন করতে পুলিশ তদন্তে নেমেছে।’ পার্থসারথিবাবুর দাবি, চোরের দল মায়ের তিরিশ-পঁয়ত্রিশ হাজার টাকার মতো গহনা এবং প্রণামী বাক্সে থাকা নগদ প্রায় দু’হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে।