ভাতারের ওড়গ্রামে শতাব্দী প্রাচীন তিনটি কালী মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার ১। তল্লাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার একটি রুপোর মুণ্ডমালা, নগদ ৫৩ হাজার টাকা ও একটি নতুন মোবাইল। ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম পুলিশ বলতে চায়নি।

গত ১৩ নভেম্বর ভাতার থানার ওড়গ্রামের নতুনপাড়ায় বড়মা কালী মন্দিরে প্রতিমার অঙ্গ সজ্জার প্রায় ৫ ভরি সোনা ও ১০০ ভরির থেকে কিছু বেশি রুপোর গহনা চুরি যায়। একইসাথে ওড়গ্রামের রায়পাড়ায় ক্ষেপীমা কালী মন্দিরেও চুরি যায় প্রতিমার অঙ্গসজ্জার প্রায় ১০ ভরি সোনা ও ৫ কেজির মতো রুপোর গহনা। পাশাপাশি রায়পাড়ারই ছোটমা কালী মন্দিরেও চুরি যায় প্রায় ১ ভরি সোনা ও ৪ ভরির মতো রুপোর গহনা।

এরপরই ঘটনার তদন্তে নেমে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার বলগোনা মোড় থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর আসে ওড়গ্রামের চুরির ঘটনার মূল অভিযুক্ত গহনা বিক্রির জন্য বর্ধমান-কাটোয়া রোড ধরে যাচ্ছে। এরপরই ভাতার থানার বলগোনা থেকে অভিযুক্তকে আটক করা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি রুপোর মুন্ডমালা, নগদ ৫৩ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। চুরি যাওয়া বাকি গহনা উদ্ধার করতে এবং এই ঘটনার সাথে আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখার জন্য অভিযুক্তকে আজ বর্ধমান আদালতে তোলা হয়।

Like Us On Facebook