.

টিনের ছাদ ও গ্রিল কেটে ‌সোনার দোকানে চুরির ঘটনা ঘটল দুর্গাপুরে। শুক্রবার সকালে এই ঘটনায় দুর্গাপুর ৯ নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোকানের মালিক অসীম দে জানিয়েছেন, প্রায় লক্ষাধিক টাকার সোনা-রুপার গহনা চুরি হয়েছে। তিনি বলেন লম্বা লকডাউনে যা ক্ষতি হওয়ার হয়েছে। এর পর দোকানে চুরির ঘটনা ঘটল। চোরের দল আমার দোকানের সব নিয়ে চম্পট দিয়েছে। অসীমবাবু বলেন, ‘একে তো ব্যবসার ক্ষেত্রে দুঃসময় চলছে, তার উপর এই চুরির ঘটনা। অর ঘুরে দাঁড়াতে পারব বলে মনে হয় না।’

Like Us On Facebook