ফের চুরির ঘটনা ঘটল পান্ডবেশ্বরের সুকান্ত পল্লীতে। বাড়ির কর্ত্রী মানসি চক্রবর্তী ও তাঁর মা নীলিমা ঘোষ একসঙ্গে থাকেন সুকান্ত পল্লীতে। কয়েকদিন আগে সিউড়িতে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন তাঁরা।

শনিবার রাতে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বাড়ি থেকে চোরের দল ২৫ ভরি সোনার গহনা, ২০-২৫ হাজার টাকা নগদ, বেশকিছু মূল‍্যবান জিনিস পত্র নিয়ে চম্পট দেয়। শনিবার সকালে পড়শীরা দেখেন মানসিদেবীর বাড়ির দরজা খোলা। বাড়ির জিনিস পত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে পড়শীরা পুলিশ ও মানসি চক্রবর্তীকে খবর দেন। মানসিদেবী বাড়ি ফিরে দেখেন তাঁর আলমারিতে গচ্ছিত সোনার গহনা ও নগদ টাকা সব চুরি হয়ে গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Like Us On Facebook