দুর্গাপুরে পরপর বিভিন্ন দোকানে চুরির ঘটনায় অতিষ্ঠ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের বিসি রায় অ্যাভিনিউতে একটি মোবাইলের দোকানে লক্ষাধিক টাকার জিনিস চুরি যাওয়ার পর শুক্রবার রাতে তানসেন রোডের একটি মুদিখানা দোকানে ফের চুরির ঘটনা ঘটল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের তানসেন রোডে একই মুদিখানার দোকানে এক মাসে পর পর দু’বার চুরির ঘটনা ঘটল। আগেরবার দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে যায় চোরের দল। সেই চুরির কিনার এখনও করতে পারে নি পুলিশ। ফের শুক্রবার রাতে ওই দোকানের গোডাউনের টিনের চাল কেটে প্রায় আট হাজার টাকার মালপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। শনিবার সকালে দোকান খুলতে এসে গোডাউনের টিনের চাল কাটা দেখে দোকান মালিক পুলিশে খবর দেন। পুলিশ কার্যত অন্ধকারে হাতড়াচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় শনিবার সকালে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে স্টেশন বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বিসি রায় অ্যাভিনিউর একটি মোবাইলের দোকানের টিনের ছাদ কেটে লক্ষাধিক টাকার জিনিস চুরি যায় বলে অভিযোগ দোকান মালিকের। দোকানের ভিতর সিসি ক্যামেরা থাকায় মুখ ঢেকে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে পড়ে দোকানদারের। খবর দেওয়া হয় পুলিশকে। জানা গেছে, কয়েকদিন আগে ওই এলাকায় অন্য একটি মোবাইলের দোকানে একইভাবে চুরির ঘটনা ঘটে। মাসখানেক আগে এলাকার একটি লটারির দোকানেও চুরির ঘটনা ঘটে।