ফের পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে দুর্গাপুরে বাড়িতে চুরির ঘটনা ঘটল। দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত ডিপিএল কোয়ার্টারে অঞ্জন দাস নামে এক উচ্চ পদস্থ আধিকারিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার অঞ্জনবাবু সপরিবারে বিহারের নালন্দা ও রাজগির বেড়াতে গেলে সেই সুযোগে অঞ্জনবাবুর বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি সামনে থেকে তালা বন্ধ থাকলেও জানলার রড খুলে চুরি হয় বলে জানা গেছে। বাড়ির দারোয়ান বাড়ির সামনে ছিল। কিন্তু সে সকালে দেখে জানলার রড খুলে চুরি হয়ে গেছে। পরে খবর দেয় অঞ্জন দাসকে।
অঞ্জনবাবু মঙ্গলবার সকালে বাড়িতে ফিরে দেখেন পাঁচ ভরি সোনার গহনা ও নগদ দশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। এই ঘটনায় এলাকায় ফের চুরির আতঙ্ক ছড়ায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বিধাননগর আবাসন থেকে সিটি সেন্টারের দুর্গাপুর আদালতের বিচারপতির বাড়ির পর ফের ডিপিএলে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে একের পর এক চুরির ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে এখন চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।