.
দুর্গাপুর স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে রবিবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় সোমবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, দোকানিটি দোতলায়। দুষ্কৃতিরা দোকানের পিছনের গ্রিল কেটে রাতের অন্ধকারে ক্যাশ বাক্স থেকে নগদ আশি হাজার টাকা নিয়ে চম্পট দেয়। দোকানের কর্মচারীরা সোমবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের পিছনের দিকের অংশে গ্রিল কেটে চোরের দল দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ আশি হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। দোকানের মালিক দিলীপ সরাইয়া বলেন, ‘দোকানের পিছনের দিকের অংশের গ্রিল কেটে চোরের দল দোকানে ঢোকে এবং ক্যাশ বাক্স থেকে নগদ আশি হাজার টাকা নিয়ে চম্পট দেয়।’ দুর্গাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌতম দাস বলেন, ‘দুর্গাপুর স্টেশন বাজারে রাতের পাহারাদার রয়েছে। এর পরেও কিভাবে চুরি হল দোকানে এটা বুঝতে পারছি না।’ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।