কাঁকসা থানার অন্তর্গত মুচিপাড়া সংলগ্ন বন্ধ হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানার ভিতরে ডিপিএলের সাব স্টেশনে ৩০-৪০ জনের ডাকাত দল ঢুকে কয়েকলক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল। ঘটনাস্থলে উপস্থিত তিন নিরাপত্তারক্ষীর অভিযোগ, তাঁদের বন্দুক ছিনিয়ে মারধর করে তাঁদেরকে একটি ঘরে বন্ধ করে দেয় ডাকাত দল। তারপর রাতভর কারখানায় লুটপাট চালায়। নিরাপত্তারক্ষীরা জানান, গতকাল রাত্রি ১২ টা থেকে প্রায় ভোর ৪ টে পর্যন্ত কারখানার ভিতর তাণ্ডব চালায় ডাকাত দল। সেখানে রান্না করে খাওয়া-দাওয়া করে এবং লুটপাট করে চম্পট দেয় ডাকাত দল।

সোমবার সকাল থেকে তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা নিয়ে বিক্ষোভ চালায় নিরাপত্তারক্ষীসহ সংগঠনের কর্মীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। নিরাপত্তারক্ষীরা জানান, প্রাণের ঝুঁকি নিয়ে এখানে কাজ করতে হয়। গত ৬ মাস আগেও এখানে চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ তারপর থেকে সাময়িকভাবে কয়েক দিন টহল দিয়েছে তার পরে তা বন্ধ হয়ে যায়। কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে একটি বাইক উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে। নিরাপত্তারক্ষীদের দাবি, কারখানা কর্তৃপক্ষকে অবিলম্বে কারখানায় নিযুক্ত নিরাপত্তারক্ষীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

Like Us On Facebook