ফের চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সুকান্ত পল্লীতে। বাড়ির মালিক আশুতোষ সিং স্বপরিবারে বৃন্দাবন গেছেন বৃহস্পতিবার। শনিবার রাত তিনটে নাগাদ বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে সর্বস্ব লুঠ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
পড়শীরা রাতে আশুতোষবাবুর বাড়িতে সন্দেহজনক আওয়াজ পেয়ে এসে দেখেন দরজা হাট করে খোলা এবং বাড়ির সর্বস্ব নিয়ে গেছে চোরের দল। কোক ওভেন থানার পুলিশ খবর পেয়ে এসে তদন্তে নেমেছে। গত কয়েক মাস ধরে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে আতঙ্ক গ্রাস করেছে। ফের বৃহস্পতিবার সুকান্ত পল্লীর চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত দুর্গাপুরবাসী।
Like Us On Facebook