শতাব্দী প্রাচীন ৩ টি কালী মন্দির থেকে কয়েক লক্ষ টাকার প্রতিমার গহনা চুরি ঘিরে চাঞ্চল্য ভাতার থানার ওড়গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওড়গ্রামের নতুনপাড়ায় রয়েছে শতাব্দী প্রাচীন বড়মা মন্দির। এই মন্দিরেই গতরাতে প্রতিমার অঙ্গ সজ্জার প্রায় ৫ ভরি সোনা ও ১০০ ভরির থেকেও কিছু বেশী রুপোর গহনা চুরি যায়। একই সঙ্গে ওড়গ্রামের রায়পাড়ায় ক্ষেপীমা মন্দিরেও চুরি যায় প্রতিমার অঙ্গসজ্জার প্রায় ১০ ভরি সোনা ও ৫ কেজির মতো রুপোর গহনা। পাশাপাশি রায়পাড়ারই ছোটমা মন্দিরেও চুরি যায় প্রায় ১ ভরি সোনা ও ৪ ভরির মতো রুপোর গহনা।
স্থানীয়দের দাবি, বিগত কয়েক দশকেও মায়ের মন্দির থেকে এই ধরনের চুরির ঘটনা ঘটেনি। সকাল হতেই বিগ্রহ থেকে অঙ্গসজ্জার গহনা চুরি হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চুরির কিনারা করতে ইতিমধ্যেই সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।