পূর্ব বর্ধমানের সর্ববৃহৎ বারোয়ারী লক্ষ্মী পুজো মানেই বর্ধমানের বাজেপ্রতাপপুরের তা-বাজার বারোয়ারি লক্ষ্মী পুজো, যে পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠে গোটা বর্ধমান শহর।

আজ থেকে প্রায় ৪৯ বছর আগে ব্যবসার শ্রীবৃদ্ধি কামনায় তা-বাজার এলাকার মুড়ি ব্যবসার সাথে যুক্ত ১২ টি পরিবার মিলে শুরু করে ধনদেবীর আরাধনা। জীবন-জীবিকার সঙ্কটের দিনে যে পুজোর আয়োজনে আজও পরেনি কোন খামতি। একটানা ৭ দিন ধরে চলে এই থিমের পুজো। এবছরের থিম ভগবৎ গীতার অষ্টম স্কন্ধ অনুসারে ‘গজেন্দ্র উদ্ধার’। বাজেট প্রায় দুই লক্ষ টাকা। মণ্ডপও গড়া হয়েছে থিমের আদলে। প্রতি বছরের মত এবারও পুজো উপলক্ষ্যে বসেছে মেলা। পাশাপাশি প্রতিদিনই থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, করা হয় অন্নকূটের আয়োজনও।

উল্লেখ্য, বাজেপ্রতাপপুর তা- বাজার বারোয়ারী লক্ষীপুজো কমিটির সকলেই হাতে ভাজা মুড়ির ব্যবসার সঙ্গে যুক্ত। আজ থেকে প্রায় ৪৯ বছর আগে মুড়ি ব্যবসার শ্রীবৃদ্ধির কামনায় ১২টি পরিবার একত্রিত হয়ে এই বারোয়ারি লক্ষ্মী পুজো শুরু করলেও বর্তমানে প্রায় ২৮ টি পরিবার যুক্ত রয়েছেন এই পুজোর সঙ্গে। বর্তমানে মেশিন মুড়ির চাহিদা বেড়ে যাওয়ায় নবীন প্রজন্মের অনেকেই রুটি-রুজির তাগিদে অন্য পেশায় যুক্ত হলেও আজও নিয়ম করে প্রবীণরা চাহিদা অনুযায়ী হাতে ভাজা মুড়ি সরবরাহ করেন জেলার নানান প্রান্তে।তবে লক্ষ্মীপুজোর দিনগুলিতে মুড়ি ভাজা বন্ধ থাকে। আত্মীয় স্বজনদের সমাগমে এই কটা দিন সকলেই মেতে উঠেন পুজোর আনন্দে, আর এই পুজো দেখতে ভিড় জমান দূরদুরান্তের দর্শনার্থীরা।

Like Us On Facebook