শুক্রবার রাতে এমএএমসি আবাসনের মামড়া বাজারের সিডি টাইপে প্রয়াত প্রাক্তন বিরোধী দলনেতা কানু মন্ডলের বাড়িতে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে জানলার গ্রীল ভেঙে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পড়শিরা জানান়, প্রাক্তন বিরোধী দলনেতা কানু মন্ডলের স্ত্রী আসানসোলে মেয়ের বাড়ি গিয়েছিলেন। সেই সুযোগে জানলার গ্রীল ভেঙে ঘরে ঢুকে আলমারি তছনছ করার সময় পড়শিরা চোরেদের উপস্থিতি বুঝতে পেরে চিৎকার করলে চোরের দল চম্পট দেয়। ফলে চোরেরা মূল্যবান বিশেষ কিছু নিয়ে যেতে পারে নি। এর আগেও এমএএমসি আবাসনে জঙ্গলে ঘেরা নিঝুম এলাকায় চোরের দল বেশ কয়েকটি বাড়িতে হানা দেয়। পুলিশকে জানিয়েও কোন ফল না হওয়ায় এমএএমসি’র বাসিন্দারা বেশ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
Like Us On Facebook