চাকরির দাবিতে দুর্গাপুরের শোভাপুরে আইকিউ সিটি হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করে শনিবার দিনভর বিক্ষোভে সামিল হলেন পশ্চিম বর্ধমান জেলার আদিবাসী গাঁওতার সদস্যরা। আদিবাসী গাঁওতার সদস্যদের দাবি ২০০৬ সালে আইকিউ সিটি হাসপাতাল নির্মাণের জন্য জমির পরিবর্তে স্থানীয় ভূমিহীন আদিবাসীদের আইকিউ সিটি হাসপাতালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আইকিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ২০০ আদিবাসী মানুষের জমি অধিগ্রহণ করে। কিন্তু আইকিউ সিটি এবং হাসপাতাল নির্মাণের পর তা পুরোদমে চালু হয়ে গেলেও স্থানীয় ভূমিহীন আদিবাসীদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রাখেনি হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ। উল্টে আদিবাসীদের পরিবর্তে ‌শাসকদলের লোকজনদের আইকিউ সিটি হাসপাতালে নিয়োগ করছে কর্তৃপক্ষ বলে দাবি পশ্চিম বর্ধমান জেলার আদিবাসী গাঁওতার পর্যবেক্ষক সুনীল সোরেনের।

সুনীল সোরেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আদিবাসীদের দেওয়া চাকরির প্রতিশ্রুতি না মানলে আদিবাসীরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে।’ জানা গেছে, আইকিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ, দুর্গাপুর মহকুমা প্রশাসন ও পশ্চিম বর্ধমান জেলার আদিবাসী গাঁওতার সদস্যদের সঙ্গে এক বৈঠকে আদিবাসীদের আপাতত ছয়জনকে নিয়োগের প্রতিশ্রুতি দিলে‌ ফের ক্ষিপ্ত হয়ে ওঠেন আদিবাসী গাঁওতার সদস্যরা। আলোচনা ছেড়ে বেরিয়ে এসে ফের পথ অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। আইকিউ সিটি হাসপাতালের সামনের মূল রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবারের লোকজন বেশ দুর্ভোগে পড়েন বলে দাবি করেন আইকিউ সিটির প্রশাসনিক প্রধান উমেশ শর্মা। খবর সংগ্রহ করা পর্যন্ত আদিবাসীদের অবরোধ চলছে বলে জানা গেছে। অবরোধ চলাকালীন সন্ধ্যায় আইকিউ সিটির বেসরকারি নিরাপত্তা রক্ষীদের উপর চড়াও হয় আদিবাসী গাঁওতার সদস্যরা বলে অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় আইকিউ সিটি আসপাতাল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Like Us On Facebook