দুর্গাপুরের ইএসআই হাসপাতালের ছাদ থেকে পড়ে এক রোগীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়ায়। জানা গেছে, দুর্গাপুরের রাতুড়িয়া অঙ্গদপুরের পলাশতলার বাসিন্দা সুকান্ত চক্রবর্তী (৩২) জন্ডিস নিয়ে রবিবার বিধাননগরের ইএসআই হাসপাতালে ভর্তি হন। সুকান্তবাবু একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে হাসপাতালের বেডে সুকান্তবাবুকে পাওয়া না গেলে খোঁজাখুঁজির পর সুকান্তবাবুকে হাসপাতালের নীচে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতাল কর্মীদের অনুমান তিনি হতাশায় হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু সুকান্তবাবুর পরিজনেরা তাঁর এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না। চিকিৎসা করে ছেলেকে সুস্থ করতে হাসপাতালে ভর্তি করে ছেলের অকাল মৃত্যুর খবরে ভেঙ্গে পড়ে সুকান্তবাবুর পরিবার। বাবা শান্ত চক্রবর্তী হাসপাতালের ছাদ থেকে পড়ে মারা যাওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দেখভালের চূড়ান্ত অবহেলা ও রোগীর নিরাপত্তাহীনতার বিরুদ্ধে এনটিএস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় মঙ্গলবার ইএসআই হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পুলিশ অবস্থা সামাল দেয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। এটি আদৌ আত্মহত্যা নাকি অন্যকিছু সেই দিকটিও পুলিশ খতিয়ে দেখছে বলে সূত্র মারফৎ জানা গেছে।

Like Us On Facebook