অসুস্থ মহিলাকে তুকতাক করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের রায়নার বোড় বলরাম গ্রামের ঘটনা। পুলিশ অসুস্থকে উদ্ধার করতে গেলে স্থানীয়রা পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিশ ১৭ জনকে আটক করেছে।
জানা গেছে, রায়নার বোড় বলরাম গ্রামে এক অসুস্থ মহিলাকে ভূতে পেয়েছে মনে করে ভূত ছাড়াতে এক মহিলা ওঝাকে নিয়ে আসা হয়। প্রশাশনের কাছে খবর গেলে প্রশাসন মহিলাকে হাসপতালে ভর্তি করতে গেলে আক্রান্ত হয় পুলিশ প্রশাসন। পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল ছোড়া হয় এবং লাঠি নিয়ে তাড়া করা হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করে রায়না থানার পুলিশ। এলাকায় পুলিশি টহল চলছে বলে জানা গেছে।
Like Us On Facebook